মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

প্রিমিয়ার সিমেন্টের এজিএমের তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ২০২২ হিসাববছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির এজিএম আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ অক্টোবর। এর আগের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের ২৮ মার্চ কোম্পানিটির এজিএম হওয়ার কথা ছিল। নতুন তারিখ ছাড়া অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *