সপ্তাহের পাঁচ কর্মদিবসই ইতিবাচক পুঁজিবাজার
আগের সপ্তাহে টানা ৭ কর্মদিবস পতন প্রবণতায় ছিল দেশের পুঁজিবাজার। ওই সাত কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছিল ৯০ পয়েন্ট।
চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। যা আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও অব্যাহত থাকে।
চলতি সপ্তাহের ৫ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৭ পয়েন্ট। তবে আজ ডিএসইর সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৯ পয়েন্টে। যা বুধবার ২৩ পয়েন্ট, মঙ্গলবার ১ পয়েন্ট, সোমবার ২০ পয়েন্ট, রোববার ১৩ পয়েন্ট বেড়েছিল।
ডিএসইতে ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭১ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ টাকার।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ৫৩টির ।Stock market analysis tools
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৫ কোটি ১৯ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১২পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৩৫ পয়েন্ট।