শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় ১৮৮ কোম্পানির দরবৃদ্ধি, লেনদেনে ধীরগতি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ১৮৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে এসময় লেনদেনে ধীরগতি ছিলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৪ ও ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ কোম্পানির শেয়ারদর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *