সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
এক্সক্লুসিভ

দুই-তিন মাসের মধ্যে ন্যাশনাল ব্যাংক সংকট কাটিয়ে উঠবে

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) সার্বিক অবস্থা ও অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন | ছবি- বণিক বার্তা
বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে সব অনিয়ম শনাক্ত করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, অনিয়ম এখন বন্ধ। এখন আর অনিয়ম হচ্ছে না, পূর্বে যা অনিয়ম হয়েছিল তা খুঁজে বের করে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। কোনোভাবেই ন্যাশনাল ব্যাংক ওই পর্যায়ে যাবে না যে পর্যায়ে গেলে ন্যাশনাল সঞ্চয়কারীর টাকা দিতে ব্যর্থ হবে। ন্যাশনাল ব্যাংক দুই-তিন মাসের মধ্যে সব সংকট কাটিয়ে উঠবে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) প্রধান কার্যালয়ে ব্যাংকটির সার্বিক অবস্থা ও অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।
তিনি আরো বলেন, যেন কোনো অনিয়ম না হয় সেজন্য অনেক কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা ইন্টার্নাল ও এক্সটার্নাল অনেক অডিট টিম গঠন করেছি সংকট কাটিয়ে উঠার জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ড. মেলিতা মেহজাবিনসহ ব্যাংকটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *