ম্যাকসন্স স্পিনিংয়ের ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
জানা গেছে, সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
নিয়ম অনুযায়ী কোন কোম্পানি পরপর দুই অর্থবছরে ডিভিডেন্ড না দিলে ‘জেড’ ক্যাটাগরিতে চলে যায়। ম্যাকসন্স স্পিনিংও পরপর দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ায় স্টক ব্রোকার ও মার্কেন্ট ব্যাংকারদের কোম্পানিটিতে বিনিয়োগের জন্য ঋণ প্রদান না করতে বলা হয়েছে।