শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
এক্সক্লুসিভ

ডিবিএর সঙ্গে বৈঠক করবে ডিএসই

পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে বৈঠক করবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। এ লক্ষ্যে ডিবিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ডিএসই।

বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের পুঁজিবাজারের উন্নয়নে ডিএসইর পষর্দ আগামীকাল বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে ডিএসই বিল্ডিংয়ের নিচ তলায় ডিবিএ’র অংশীজনদের সাথে আলোচনা সভা করবে। এতে ডিবিএ’র প্রতিনিধিদের সভায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

এর আগে পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে সিইও ফোরাম এবং বিএমবিএ’র পর্ষদের সঙ্গে বৈঠক করেছে ডিএসই। পুঁজিবাজারের টেকসই উন্নয়নে আগামীকাল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক করবে দেশের প্রধান শেয়ারবাজারের পরিচালনা পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *