পুঁজিবাজারে আগস্ট মাসে বিনিয়োগকারী এসেছেন প্রায় চার হাজার
আগস্টে প্রায় চার হাজার বিনিয়োগকারী এসেছেন শেয়ারবাজারে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে এ তথ্য জানা গেছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষ দিনে ১৭ লাখ ৪৩ হাজার ২৫টি বিও অ্যাকাউন্ট ছিল। যা আগস্টের শেষ দিনে বেড়ে দাঁড়ায় ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১। দেখা যায়, আগস্ট মাসে ৩ হাজার ৯৩৬টি বিও অ্যাকাউন্ট বেড়েছে।
আগস্টে পুরুষদের বিও অ্যাকাউন্ট ৩ হাজার ২৬ বেড়ে ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টি। জুলাইয়ের শেষ দিনে পুরুষদের বিও অ্যাকাউন্ট ছিল ১৩ লাখ ৪ হাজার ৩৭২টি।
আর আগস্টে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৮১৫ বেড়ে ৪ লাখ ২৩ হাজার ১১৬টি। জুলাইয়ের শেষ দিনে নারী বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট ছিল ৪ লাখ ২২ হাজার ৩০১টি।
আগস্টে কোম্পানির বিও অ্যাকাউন্ট বেড়েছে ৯৫টি। আগস্টের শেষ দিনে কোম্পানির বিও হিসাব ছিল ১৬ হাজার ৪৪৭টি। আর জুলাইয়ে তা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫২।
আগস্টে দেশীয় বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট বেড়েছে। এর মাধ্যমে আগস্টের শেষ দিনে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়ায় ১৬ লাখ ৭৫ হাজার ৫৩ টাকা। যা জুলাইয়ের শেষ দিনে ছিল ১৬ লাখ ৭১ হাজার ১৯৯টি।
আগস্টে বিদেশি বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট দাঁড়িয়েছে ৫৫,৪৬১। গত জুলাইয়ে বিদেশি বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট ছিল ৫৫ হাজার ৪৭৪টি।