পুঁজিবাজারে ৯টি খাতের বিনিয়োগকারীদের মুনাফা কমেছে
সমাপ্ত সপ্তাহে (৫-৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯টি খাতের সাপ্তাহিক মুনাফা কমেছে। দাম কমে যাওয়ায় এই ৯টি খাতে বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্ন হারাচ্ছেন। অন্যদিকে দাম বেড়েছে ৮টি খাতে। আর ৩টি খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দাম কমেছে পাট খাতে। এ খাতে দাম কমেছে ৯ দশমিক ১০ শতাংশ। ৩.২০ শতাংশ মূল্য হ্রাস নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ খাত।
তালিকার অন্যান্য খাতগুলির মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড ২.৭০ শতাংশ, আইটি ১.৪০ শতাংশ, জীবন বীমা ০.৭০ শতাংশ, ফার্মা ০.৪০ শতাংশ, ব্যাংকিং এবং পরিষেবাগুলি ০.২০ শতাংশ এবং খাদ্য ০.১০ শতাংশ মূল্য হ্রাস।
অন্যদিকে দাম বেড়েছে ৮টি খাতে। খাতগুলো হলো- ট্যানারি, কাগজ, প্রকৌশল, সাধারণ বীমা, সিমেন্ট, টেক্সটাইল, জ্বালানি ও বিদ্যুৎ এবং বিবিধ খাত।